ন্যাভিগেশন মেনু

লক্ষ্মীছড়িতে বিরল প্রজাতির ‘গেছো ভাল্লুক’ উদ্ধার


খাগড়াছড়ির জেলার লক্ষ্মীছড়ি থেকে বিরল প্রজাতির ‘বিন্টুরং’ (গেছো ভাল্লুক) ভাল্লুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আহত অবস্থায় উদ্ধার করা হয় বিপন্ন প্রজাতির এই প্রাণীটিকে।

 রাঙামাটি বন বিভাগের নৌকাচালক মো. জসিম জানিয়েছেন, স্থানীয়ভাবে গেছো ভাল্লুক নামে পরিচিত ভাল্লুকটিকে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে আহত অবস্থায় পাওয়া যায়। ভাল্লুকটির মুখে আঘাত লেগেছে।

 স্থানীয়রা বলেন, সম্ভবত মঙ্গলবার রাতে কয়েকটি কুকুর হামলা করে ভাল্লুকটিকে আহত করেছে।

বনবিভাগের কর্মকর্তারা জানায়, গেছো ভাল্লুকটির উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওয়াই এ/এডিবি/এস এস