ন্যাভিগেশন মেনু

লবণের কোনো সংকট হওয়ার প্রশ্নই ওঠে নাঃ বাণিজ্যমন্ত্রী


দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনেরও বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। প্রতি মাসে আমাদের ভোজ্য লবণের চাহিদা থাকে কম-বেশি ১ লাখ মেট্রিক টন। সে হিসাবে লবণের কোনো সংকট হওয়ার প্রশ্নই ওঠে না বলে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, লবণ চাষিদের সুবিধার্থে সরকার ইমপোর্ট বন্ধ রেখেছে। তারপরেও লবণের দাম বাড়ার কোনো কারণ নেই। লবণ নিয়ে অপপ্রচার চালিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

ভোক্তা অধিকারের মহাপরিচালককে মন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন লবণের বিষয়ে আমার নির্দেশ আপনারা বাজার মনিটর করেন। যাকে জেলে দেওয়া দরকার দেন, যাকে জরিমানা করা দরকার করেন। বাজারের দামটা যেন ঠিক থাকে।

এদিকে মঙ্গলবার দুপুরে কক্সবাজারে একটি হোটেলে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেছেন, লবণ মিল মালিকেরা জানিয়েছেন, বাংলাদেশে আগামী ২ মাসের পর্যাপ্ত লবণ মজুদ আছে। শুধু কক্সবাজার অঞ্চলেই মজুদ আছে ৩ লাখ মেট্রিক টন লবণ। যা দেশের লবণের চাহিদা পূরণের জন্য যথেষ্ট।

এমআইআর

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - আজকের বাংলাদেশ পোস্ট