ন্যাভিগেশন মেনু

লালপুরে দুই হাজার টাকার জন্য খুন, ঘাতক গ্রেপ্তার


নাটোরের লালপুরে পাওনায় দুই হাজার টাকা না পেয়ে সুলতান নামের একজনকে হত্যার ঘটনায় মূল আসামী ছানোয়ার হোসেন ছানাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেপ্তারকৃত ছানোয়ার জেলার বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

পুলিশ সুপার জানান, ছানোয়ার জেলার বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সুলতানের কাছে ২ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু সেই টাকা না পেয়ে চলতি বছরের ১৩ জানুয়ারি ছানোয়ার কৌশলে সুলতানকে বড়াইগ্রামের বনপাড়ায় ডেকে নেয়। পরে ছানোয়ার তার সহযোগীদের সাথে নিয়ে সুলতানকে সেখান থেকে রাতে  লালপুর উপজেলার চষুডাঙ্গা এলাকায় ডেকে নেয়। সেখানে পাওনা টাকা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ের আসামী ছানোয়ার ও তার সহযোগীরা সুলতানকে মারপিট ও গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামী ছানোয়ারকে গ্রেপ্তার করে।

কেডিআর/সিবি/এডিবি