পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় সাত তলা গাজী ভবনের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্লোরটি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল ইসলাম।
বৃহস্পতিবার ( ৪ জুন) রাত ৯টা ৪০ মিনিটে আগুন লাগার এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টা ৪০ মিনিটে গাজী টায়ারের অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এই সময়ের মধ্যেই গাজী টায়ারের অফিস পুড়ে যায়।
তবে রাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
ওয়াই এ/ এডিবি