ন্যাভিগেশন মেনু

লিটনের পর সাজঘরে সাকিব


লিটন দাসের পর সাজঘরে ফিরলেন সাকিব আল হাসানও। ইনিংসের দ্বাদশ ওভারে লঙ্কান পার্ট-টাইম বোলার গুনাথিকালার স্লোয়ারে হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন সাকিব। বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ১৫ রান, বাউন্ডারি হাঁকিয়েছেন ২টি।

এর আগে শুরুতেই বিদায় নেয় লিটন দাস। শমন্থ চামিরা বল করলেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে। তাতে লিটন গা থেকে অনেক বাইরে ব্যাট চালালেন, বলের লাইনে না গিয়েই। ব্যাটে বলে তো হলোই না, উল্টো ক্যাচ গেল প্রথম স্লিপে। ইনিংসের শুরুতেই ধাক্কা বাংলাদেশ শিবিরে। রানের খাতা খোলার আগেই ফিরলেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। ২৮ রান নিয়ে উইকেটে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন আরেক ওপেনার তামিম ইকবাল। মুশফিকুর রহিম ৭ রান নিয়ে তামিমকে সঙ্গ দিয়ে চলেছেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার (২৩ মে)  শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের।

দ্বিতীয় ম্যাচটি ২৫ মে এবং শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের তিন ম্যাচই শুরু হবে দুপুর ১টায়।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

ওআ/