ন্যাভিগেশন মেনু

লেভান্তের বিপক্ষে বড় জয় বার্সেলোনার


চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচ ড্র করে এবার লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিলো বার্সেলোনা। ছয় ম্যাচে তিনটি করে জয় আর ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে বার্সেলোনা।

লেভান্তের বিপক্ষে ম্যাচ শুরুর সপ্তম মিনিটের মধ্যেই লিড নেয় কাতালানরা। আট মিনিট পর লুক ডি ইয়ংয়ের গোলে স্কোরলাইন ২-০।

অবশ্য এই জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন আনসু ফাতি। চোট কাটিয়ে বার্সেলোনার নতুন ‘নাম্বার টেন’ দীর্ঘ ৩২২ দিন পর কালই মাঠে ফিরলেন। গোল করতেও সময় নিলেন দশ মিনিট!

ম্যাচের ৮১ মিনিটের সময় বদলি হয়ে মাঠে নামেন আনসু ফাতি। এর ঠিক দশ মিনিট পর ৯১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন বার্সার নতুন দশ নম্বর জার্সি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

এমআইআর/ওআ