ন্যাভিগেশন মেনু

শনিবারে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম


গত তিন মাস ধরে পেটের ব্যথায় ভোগার পর উন্নত চিকিৎসার জন্য শেষমেষ শনিবার লন্ডন যাচ্ছেন বাংলোদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের এ বাঁহাতি ওপেনার।

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করায় ঢাকায় সিটি স্ক্যানসহ একাধিক টেস্ট করানো হয়েছে। তবে কোনও রিপোর্টে সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও কোভিড-১৯ এর জন্য তা সম্ভব হয়নি।

তামিম ইকবাল বলেন, ‘গত তিন মাস ধরে পেটের ব্যথায় ভুগছেন। গত একমাসে তিনবার প্রচণ্ড ব্যাথা অনুভব করেছেন। হুট করে ব্যাথা বেড়ে যাওয়ায় ঘাবড়ে যাচ্ছেন। তাতে দ্রুতই চিকিৎসার প্রয়োজন বোধ করছেন।

তিনি আরও জানান, ‘ এই বিষয়ে লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে কিছুদিন ধরেই নিয়মিত অনলাইনে কথা বলা হচ্ছিলো। আর তাই সেই চিকিৎসকের পরামর্শেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা করানো বাকি, সেটি ওখানেই করাবো।’ 

মূলত চিকিৎসকের অ্যাপয়েনমেন্টের অপেক্ষায় ছিলেন তামিম। ডাক্তারের সঙ্গে সাক্ষাতের দিন-তারিখ চূড়ান্ত হওয়ায় দ্রুতই লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

তামিম ইকবাল জানান, ‘ বিসিবির প্রধান নির্বাহীকে জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন। এখন কেবল ভ্রমণের জন্য ‘কোভিড-১৯ নেগেটিভ’ ছাড়পত্র পাওয়ার অপেক্ষা।’ 

এই যাত্রায় পরিবারকে সঙ্গে নিচ্ছেন না। করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তার চিকিৎসা শুরু হবে বলেও জানান ওয়ানডে দলপতি তামিম ইকবাল।

ওয়াই এ/ওআ