ন্যাভিগেশন মেনু

শনিবার প্রকৃতি মেলা-২০২০


প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শুরু হয় প্রকৃতিবিষয়ক ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’ প্রচারের মধ্য দিয়ে।

আগামীকাল শনিবার চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে নবমবারের মতো প্রকৃতি মেলা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ভিন্নধর্মী অনুষ্ঠানমালায় থাকবেন সঙ্গীত, ক্যারেক্টার শো, জলতরঙ্গ, চিত্রাঙ্কন, গম্ভীরা, কবিগান, পুতুল নাচ, মূকাভিনয়, আলোকচিত্র প্রদর্শনী, নৃত্য পরিবেশনা ইত্যাদি।

সবাইকে প্রকৃতি রক্ষার আহবান জানাতে মেলাপ্রাঙ্গণে উপস্থিত থাকবেন দেশখ্যাত পরিবেশবিদ, গবেষক, নিসর্গীসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকৃতির সাজ-সরঞ্জাম নিয়ে মেলায় অংশগ্রহণ করবে বিভিন্ন প্রতিষ্ঠান, নার্সারি, হস্ত ও কুটির শিল্প। এছাড়াও থাকবে নানাপ্রজাতির সামুদ্রিক মাছের স্টল, পিঠার স্টল ও পরিবেশবান্ধব অন্যান্য স্টল।

এদিকে মেলার একপাশে গাছ, লতাপাতা, ফুল, পাখি নিয়ে ছবি আঁকবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। অন্যপাশে ক্ষুদেরা আঁকবে নানা ধরনের প্রাকৃতিক দৃশ্য।

‘প্রকৃতি মেলা’ শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। প্রকৃতি মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘প্রকৃতি সংরক্ষণ পদক ‘১৯ প্রদান অনুষ্ঠান। এবার পদক পাচ্ছেন ভ্যালেরি এ. টেইলর। প্রকৃতি সংরক্ষণ পদক ছাড়াও প্রদান করা হবে এনভাইরোমেন্ট সিটি অব দ্যা ইয়ার পুরস্কার। এবারে এ পুরস্কার পাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

ওয়াই এ / এস এস