ন্যাভিগেশন মেনু

শরীয়তপুরে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৪


শরীয়তপুরের বালিয়াকান্দি গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাজিরা থানা পুলিশের সহায়তায় নির্যাতিতা গৃহবধূ নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।  

গ্রেপ্তারকৃতরা হলেন - ধর্ষণে অভিযুক্ত জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের চরলাউখোলা বালিয়াকান্দি গ্রামের দুদু মিয়া (৪৫)।  শালিসের মাতব্বর ইউপি মেম্বার জসিম সরদার (৩৫) ও মোকসেদ মাদবর (৫০) এবং ধর্ষণের ভিডিও ধারণকারী নয়ন মোড়ল (১৮)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে জোরপূর্বক দুদু মিয়া ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করেন স্থানীয় ফরহাদ, নয়ন মোড়ল, রায়হান সিকদার, আবুল মোড়ল। লজ্জায় বিষয়টি প্রথমে গৃহবধূ ও তার পরিবার চাপিয়ে রাখলেও ভিডিও ছড়াতে থাকে।

পরে স্থানীয় মাতব্বরদের কাছে বিষয়টি বিচারের জন্য গেলে তারা থানায় যাওয়ার পরামর্শ না দিয়ে বরং ঘটনা ধামাচাপা দিতে ৯ ফেব্রুয়ারি স্থানীয় মোকসেদ মাতব্বরের বাড়িতে ভুক্তভোগী পরিবারের অনুপস্থিতিতে স্থানীয় দরবার-সালিশের আয়োজন করে।

ধর্ষণের ঘটনা প্রকাশের পর অভিযুক্তকে ২০টি জুতার বাড়ি দিয়েই এক গ্রাম্যসালিশে বিচার শেষ করা হয় এবং মামলা না করার নির্দেশ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গ্রামের মাতব্বররা। মামলা না করার জন্য গৃহবধূর পরিবারেক মানুষিক চাপে রাখে। 

মামলা হওয়ার পর বুধবার রাতেই ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি দুদু মিয়া, ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার জসিম সরদার গ্রাম্য সালিশের মাতব্বর মোকসেদ মাদবর ও ধর্ষণের ভিডিও ধারণকারী নয়ন মোড়লকে গ্রেপ্তার করে পুলিশ।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করলে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওয়াই এ/ওআ