NAVIGATION MENU

শহীদ অহিদুর রহমান অদুদের ৫০তম আত্নদান দিবস পালিত


নোয়াখালীতে শহীদ অহিদুর রহমান অদুদের ৫০তম আত্মদান দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) নোয়াখালী প্রেসক্লাবে শহীদ অহিদুর রহমান অদুদ স্মৃতি সংসদ আলোচনা সভায় অদুদের সহযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা গেজেটে এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে অহিদুর রহমান অদুদের নাম অন্তর্ভুক্ত করা ও তার স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহনের দাবি জানান।

প্রসঙ্গত, ১৯৭১ সালের (২১ নভেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার তালমোহাম্মদের হাটে রাজাকার-মিলিশিয়া ক্যাম্প আক্রমণকালে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বঙ্গবন্ধুর ৬ দফা, ছাত্র সমাজের ১১ দফা ও ৬৯ এর গণঅভ্যুঙ্খানে বিশেষ অবদান রাখেন তিনি। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদের (ঢাকসু) সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য নোয়াখালীবাসীর কাছে স্মরণীয় নাম শহীদ অহিদুর রহমান অদুদ।

ডি এ / এস এ /এডিবি