ন্যাভিগেশন মেনু

শামীমের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পেয়েছে টাইগাররা। এ জয়ে ২-১ ব্যাবধানে সিরিজ জিতলো টাইগাররা।

এ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড করেছে টাইগারা। এর আগে এত রান তাড়া করে জিম্বাবুয়ের বিপক্ষে জেতেনি টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ১৬৪ রান টপকিয়ে জিতেছিল বাংলাদেশ ২০১৬ সালে, খুলনায়।

এদিন টসে জিতে ব্যটিংয়ে সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের রীতিমত শাসন করেছে জিম্বাবুয়ের ব্যাটসম্যান মাধেভেরে, রেজিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানিরা তাদের ব্যাট থেকে ঝড়েছে চার-ছয়ের ফুয়ারা এর সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছ ১৯৩ রান।

১৯৪ রানের লক্ষ্যে শুরুতে ঝড় তুললেন সৌম্য সরকার। চার-ছক্কার ফুলঝুড়িতে তুলে নিলেন ফিফটি। পরে মাহমুদউল্লাহ রিয়াদ আর শামীম পাটোয়ারীর ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড-গড়া জয় পেয়েছে বাংলাদেশ।

সৌম্য ৪৯ বলে ৯টিচার ও ১টি ছয়ের মারে ৬৮ রান করে আউট হন তিনি। ম্যাচ জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (২৮ বলে ৩৪) আফিফ হোসেন (৫ বলে ১৪) ও শামীম পাটোয়ারী (১৫ বলে ৩১)।

এমআইআর/ওআ