ন্যাভিগেশন মেনু

শার্শায় করোনায় এক চিকিৎসকের মৃত্যু


শার্শায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যৃ হয়েছে। এ নিয়ে শার্শায় করোনা আক্রান্ত মোট চারজনের মৃত্যু হলো।

ওই চিকিৎসক শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমজাদ হোসেন বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রামের বাসিন্দা।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুফ আলী বলেন, এক সপ্তাহ আগে আমজাদ হোসেনের করোনা পজিটিভ আসে। প্রথমে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে চারদিন আগে পরিবারের সদস্যরা তাকে ঢাকা রিজেন্ট হাসপাতালে নিয়ে যান।

শুক্রবার (৩ জুলাই) পর্যন্ত ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা এক হাজার ৫৬১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ জনের। মৃত্যুর সংখ্যায় যোগ হলো আরও একজন।

তাছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০০ জন।

সিবি/এডিবি