ন্যাভিগেশন মেনু

শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন


হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অশালীন বক্তব্য ও ফেসবুকে মিথ্যা অভিযোগ এনে সুনারমগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নারকীয় তাণ্ডবের প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে শহরের কানাইখালী এলাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, নাটোর জেলার আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - সংগঠনটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, উপদেষ্টা অধ্যাপক প্রীতিরঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খগেন্দ্র নাথ রায়, সাংগঠনিক সম্পাদক সত্য নারায়ন টিপু প্রমূখ।

এ সময় বক্তারা শাল্লা উপজেলার সংখ্যালঘুদের উপর নারকীয় হামলার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। এছাড়া, ন্যায়ভিত্তিক নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তারা।

কেআর/এসএ/এডিবি