ন্যাভিগেশন মেনু

শাল্লায় হিন্দুদের ওপর হামলার ঘটনায় চাটমোহরে মানববন্ধন


সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও মন্দির ভাংচুর, লুটপাট ও উগ্রমৌলবাদীদের বর্বোরচিত নৃশংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন করেছে চাটমোহর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ।

সোমবার (২২ মার্চ) সকাল ১১টায় এ প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাটমোহর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমারের সভাপতিত্বে পৌরসদরের দোলবেদীতলা এলাকায় অনুষ্ঠিত এ প্রতিবাদসভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রবীর দত্ত, জয়দেব কুন্ডু গনো, কিংকর সাহা, সঞ্জিত সাহা কিংশুক, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব কুমার বিশ্বাস, তরুন পাল, নূরে আলম মঞ্জু, সম্ভু কুন্ডুসহ হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ, সাংবাদিক ও সুধীজন।

মানববন্ধনে বক্তারা এ ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আইকেআর/সিবি/এডিবি