ন্যাভিগেশন মেনু

বাংলাদেশি ৬ মানব পাচারকারীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ


বাংলাদেশি ছয় জন পলাতক কুখ্যাত মানব পাচারকারীর বিরুদ্ধে সম্প্রতি রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (ইন্টারপোল)।

সোমবার (৩০ নভেম্বর) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির  অনুরোধে ইন্টারপোল এ নোটিশ জারি করেছে।

যাদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে তারা হলেন - ইকবাল জাফর, মিন্টু মিয়া, তানজিরুল, নজরুল ইসলাম মোল্লা, শাহাদাত হোসেন ও স্বপন।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছে, যে ছয়জনের নামে ইন্টারপোল রেড নোটিস জারি করেছে তারা সকলেই ওই মামলার আসামি এবং তারা বিদেশে পলাতক আছে।

এই মানব পাচারকারীরা ৩৮ জন বাংলাদেশিকে ইউরোপে ভালো চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে গিয়েছিলো। পরে পাচারকারীরা অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্যে পাচার হওয়া এ সকল ব্যক্তিদের ওপর চালানো নির্যাতনের ভিডিও ধারন করে তা বাংলাদেশে থাকা তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেয়।

গত ২৮ মে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আফ্রিকার মূল পাচারকারী নিহত হওয়ার জেরে বাকি পাচারকারীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে  লিবিয়ার মিজদাহ শহরে ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে হত্যা করে।  আহত হন ১১ জন।

ওই ঘটনার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় এবং মানব পাচারে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এডিবি/