ন্যাভিগেশন মেনু

শাহজালালে ৭ কেজি স্বর্ণের বার জব্দ, আটক ১


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে প্রায় ৭ কেজি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ইকে ৫৮২ ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৬ কেজি ৯০০ গ্রাম।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ মারুফ রহমান জানান, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে।

ওয়াই এ/সিবি/এডিবি