ন্যাভিগেশন মেনু

শাহবাগে হোটেল পিককে অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ উদ্ধার


রাজধানীর শাহবাগে হোটেল পিকক লিমিটেডে অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহবাগের হাবিবুল্লাহ রোডের এই বৈধ বার থেকে অভিযান চালিয়ে কর্মচারীদের মেসে ও গোপন সুড়ঙ্গে লুকিয়ে রাখা দেশি-বিদেশি বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন লিটন, মুজিবুর ও অলিউর রহমান।

অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, হোটেল পিকক লিমিটেডের নিচে অবৈধ মদ লুকিয়ে রাখার জন্য বানানো হয়েছে গোপন সুড়ঙ্গ। এ ছাড়া আরেকটি গোপন গোডাউন করা হয়েছে এই হোটেলের চারতলার কর্মচারীদের থাকার কক্ষের পাশে। লুকানো ছোট একটি দরজার সন্ধান পাওয়ার পর তল্লাশি চালালে মেলে দেশি-বিদেশি একের পর এক মদ ও বিয়ারের কেস।

প্রায় ৫ ঘণ্টার এই অভিযানে ৫ হাজারের বেশি বোতল মদ উদ্ধার করে র‌্যাব। যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি।

রাতে হোটেলে অভিযান পরিচালনার মাঝে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, হোটেল পিকক লিমিটেডের বিভিন্ন ফ্লোরে অভিযান চালিয়ে এ পর্যন্ত কোটি টাকার অবৈধ দেশি-বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এই হোটেলটি একটি বৈধ বার। এখানে মদ ও বিয়ার বিক্রির অনুমোদন রয়েছে। তবে মালিক চালান ছাড়া বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার হোটেলটিতে রেখেছেন। এর মাধ্যমে হোটেলটির মালিক আইন লঙ্ঘন করেছেন।

তিনি আরও বলেন, বারটিতে সুরঙ্গ করে রাখা হোতো বিদেশি অবৈধ মদ ও বিয়ার। আমরা হোটেলটির ২য় ও ৩য় তালা থেকে যেসব মদ ও বিয়ার উদ্ধার করেছি এগুলোর কোনো বৈধ চালানপত্র বা কাগজ হাতে পাইনি। তাই আপাতদৃষ্টিতে এগুলো অবৈধ। মালিকপক্ষ যদি যথাযথ কাগজ দেখাতে পারে তবে কিছুই করা হবে না। কিন্তু কাগজ না থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদক ব্যবসায়ী ও বারের মলিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে মঈন বলেন, আমরা অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবো। যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

এডিবি/