ন্যাভিগেশন মেনু

শায়েস্তাগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী।

সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৮টায় শায়েস্তাগঞ্জের ওলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত এক নারীকে মুমূর্ষু অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন - চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ এলাকার ফান্ড্রাইল গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক আহদ মিয়া (৩০), তার স্ত্রী হনুফা আক্তার (২৫), একই গ্রামের সোহাগ মিয়া (২৮), স্বপন মিয়া (২৬), শ্রীবাড়ি গ্রামের রাহেলা আক্তার (৩০) ও একই গ্রামের আলমগীর মিয়া (২৮)। আহত নারীর নাম রাজিয়া আক্তার (২৭)। তিনিও শ্রীবাড়ি গ্রামের বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জের দিকে যাচ্ছিল। ওলিপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে চাপা দিলে অটোরিকশার ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে কয়েকজন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক। আহত নারীর অবস্থাও মুমূর্ষু। তার একটি পা ভেঙ্গে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিএ/এডিবি/