NAVIGATION MENU

শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করা হচ্ছে না: প্রধানমন্ত্রী


করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষা পেতে শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩১ মে) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমান ফলাফল ঘোষণা শেষে প্রধানমন্ত্রী একথা বলেছেন।

তিনি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করবো না। এই অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে উন্মুক্ত করব।

এসময় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, 'সবাই মনযোগ দিয়ে লেখাপড়া করবে। আমার বিশ্বাস এই করোনাভাইরাসের আঘাত থেকে বিশ্ব মুক্তি পাবে, বাংলাদেশও মুক্তি পাবে। যে কোনো সংকটে আত্মবিশ্বাস রাখতে হবে। নিজের আত্মবিশ্বাসটাই বড়। মনে রাখতে হবে আমরা বিজয়ের জাতি। যে কোনো ঝড়ঝাপটা আসুক আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করব। এই অবস্থার উত্তরণ ঘটাব।'

এডিবি/