ন্যাভিগেশন মেনু

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে: শিক্ষামন্ত্রী


করোনার সংক্রমণ বাড়তে থাকলে ফের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছানোর সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১২ মার্চ) করোনা পরিস্থিতি সমসাময়িক বিষয় বিবেচনায় তিনি এ কথা বলেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ‘৩০ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও সব শিক্ষার্থী প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না। তাছাড়া এ বছর পুরো রোজায় ছুটি থাকছে না।’

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পর্যালোচনা করতে ফের বৈঠকে বসছে আন্তঃমন্ত্রণালয়। শনিবার (১৩ মার্চ) তথ্য মন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। বৈঠকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক, ইউজিসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দেশে টানা তৃতীয় দিনের মত হাজারের বেশি করোনার নতুন রোগী সনাক্ত হয়েছে। আজ দৈনিক সনাক্তের হার ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। দৈনিক সনাক্তের হার গত ৫ জানুয়ারি ছিল ৬ দশমিক ৮৫ শতাংশ। এরপর কমতে কমতে তা ৩ শতাংশের নিচেও নেমে আসে। তবে মার্চের শুরু থেকে করোনা সনাক্তের হার বাড়ছে।

এমআইআর/এডিবি