চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। এখানে চট্টগ্রামের সাবেক জননন্দিত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নানা স্মৃতি রয়েছে এই বাড়িতে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে ৩টায় নগরের নিউ মার্কেট মোড়ে থেকে টাইগারপাসে পৌছালে পুলিশ বক্সে ভাঙচুর করে। এছাড়াও বিকাল ৫টায় মিছিল নিয়ে টাইগারপাস হয়ে ওয়াসা এলাকায় স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয় আন্দোলনকারীরা।
এতে ওনার অফিসে অগ্নিসংযোগে পুড়ে ছাই হওয়া আসবাবপত্র। অফিসটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি প্রধান নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করেছিলেন। বর্তমানে বাচ্চু সেখানে মাঝে মাঝে নেতাকর্মীদের নিয়ে বসেন। তবে ওই সময় সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না।