ন্যাভিগেশন মেনু

শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে: ঢাবি উপাচার্য


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংবাদদাতাঃ সফলতা অর্জনের চেয়ে মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া বেশি জরুরী বলে মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারি ) ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের  আয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ ¯স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য  শিক্ষার্থীদের মেধার সঙ্গে দেশপ্রেম, সত্যবাদিতা এবং সততার সংমিশ্রণ ঘটাতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতির সেবায় তাদের আত্মনিয়োগ করতে হবে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু    মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। 

ওয়াই এ/ এস এস