ন্যাভিগেশন মেনু

শিক্ষার্থীরা যান চলাচলের নিয়ন্ত্রন করছে।


৯ আগস্ট চুয়াডাঙ্গা শহরের বড়বাজার চৌরাস্তার মোড় ট্রাফিক পয়েন্টে ট্রাফিকের নিয়ন্ত্রণ, রাস্তার ডিভাইডারের মাঝে গাছ রোপণ ও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায়।

  চুয়াডাঙ্গা জেলা শহরে চৌরাস্তার মোড়ে ট্রাফিক পলিশ না থাকায শিক্ষার্থীরা যান চলাচলের নিয়ন্ত্রন করছে। অটো, ইচ্ঞিন চালিত রিক্সা-ভ্যান, ট্রাক ও অন্যান্য যান বাহন মোড়ে নিয়ন্ত্রণ করছে। রাস্তার দু’ধারে যাত্রী উঠানো ও নামানোর জন্য পা র্কং করতে দিচ্ছেনা।

  ডিভাইডারে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ফুলের চারা রোপন করছে। আর যে সব ফুলের গাছ আছে সেগুলো আবর্জনা ও আগাছা পরিস্কার করছে। রাস্তার ধারে কোন ময়লা-আর্বজনা থাকলে সেগুলো পরিস্কার করছে।

বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ কার্যক্রমে অংশগ্রহন করে। অংশগ্রহনকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-শাহরিয়ার সিয়াম, মুশফিকুর রহমান, সাইফুল্লাহ আল সাদিক, আফনান মারুফ, বিভোর ফাহিম, সুমন সরদার, মাহিন বিল্লাহ, মাহবুবুর রহমান আকাশ, মাসুদ ইমন, শওকত আলী, মেজবাউর রহমান, নিতু ইসলাম, নুসরাত জাহান রোজা, সাদিয়া নূর, শাহরিয়ার স্বপ্নীল, নাহিদ জাভেদ, অমিত হাসান, হামিদ উদ্দিন, পারভেজ বিন্তু, জাহিদ নাভেদ।

 শাহরিয়ার সিয়াম বলেন, ‘দুর্নীতি, বৈষম্যমুক্ত, পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা’ গড়তে  চুয়াডাঙ্গা সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে অন্যদের সাথে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।