ন্যাভিগেশন মেনু

শিক্ষা ক্ষেত্রে কোন তদবির চলবে না: দুদক চেয়ারম্যান


শিক্ষকদের বদলি ও নিয়োগের ক্ষেত্রে কোনো তদবির চলবে না। এ কথা সাফ জানিয়ে দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ শুক্রবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেছেন, ঘুষ খাওয়া আর তদবির করা সমান অপরাধ। অনিয়ম একটা দুর্নীতি।আর কেউ অনিয়ম করে এই দুর্নীতি করলে হাতকড়া পরতে হবে।

ইকবাল মাহমুদ সভায় বলেন,  বাচ্চাদের ভয় না দেখিয়ে গল্পের ছলে পড়ানো সবচেয়ে ভালো পদ্ধতি। এতে বাচ্চারা শিখবে এবং মনে রাখবে। কারণ বাচ্চাদের ভয় দেখিয়ে জয় করা সম্ভব নয়। গল্পের ছলে আদর করে বাচ্চাদের শেখাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিকে নৈতিকতার শিক্ষা দিতে না পারলে জাতি ধ্বংসের মুখ দেখবে।প্রাথমিক শিক্ষাতেই শিশুদের মনে দুর্নীতির বিরুদ্ধে উপদেশ দিতে হবে। প্রাথমিকে যারা সুশিক্ষা পেয়েছে, তারা কখনোই বড় হয়ে দুর্নীতিতে জড়ায় না।

তিনি আরো বলেন,  অভিভাবকের চাপ থাকলে শিক্ষকরা পড়াবেন। শিক্ষকদের নির্বাচনের কাজ ছাড়া অন্য কোনো কাজে প্রাথমিক শিক্ষকদের না জড়ানোর বিষয়ে সরকারের কাছে আবেদন করা হবে।

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নেরর লক্ষ্যে বিশেষ সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম হোসেন, প্রথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির।

ওয়াই এ / এস এস

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - আজকের বাংলাদেশ পোস্ট