শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) শিল্প উপদেষ্টার কার্যালয়ে তারা এই সাক্ষাৎ করেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা ও ড.শাহ্ মো. হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জানান, বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে এটি আরও ত্বরান্বিত করে উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানিতে বেশ ভূমিকা রাখতে পারে।
রাষ্ট্রদূত আরো জানান, বাংলাদেশের ছাত্র-জনতা যে আশা-আকাক্ষায় গণঅভ্যুত্থান করেছে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ড বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর।