ন্যাভিগেশন মেনু

শিশু রোহান হত্যার আসামী নয়ন আটক


চাঁপাইনবাবগঞ্জে তিন বছরের শিশু রোহান হত্যার আসামী নয়নকে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার (৩ জানুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।

এর আগে শনিবার (২ জানুয়ারি) রাতে সদর উপজেলার আরামবাগ এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয় নয়নকে।

ব্রিফিংয়ে তিনি বলেন, হাসপাতালের সিসি ফুটেজ দেখে অভিযুক্ত আসামীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিক্ষার উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের লাশকাটা ঘরের পেছনের সেপটিক ট্যাংকে রোহানকে ফেলে দেয়। তবে কি কারণে হত্যা করা হয় তা এখনো জানা যায়নি।

গত ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় নিখোঁজ হয় রোহান। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজার পর শুক্রবার রাতে থানা পুলিশকে অবহিত করে। থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থার দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ও বিভিন্ন সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে শিশুকে একজনের কোলে দেখতে পায়। এতে পুলিশের সন্দেহ হলে তারা হাসপাতাল চত্বরে তল্লাশি চালায়। একপর্যায়ে টয়লেটের ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

ওয়াই এ/এডিবি