ন্যাভিগেশন মেনু

শীতার্তদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব: তথ্য প্রতিমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান।

তিনি বলেন, ‘আমরা বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সকলে ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে বাংলাদেশে বিভিন্ন দুর্যোগ, আমফান, বন্যা হয়েছে। এবার দীর্ঘমেয়াদী শীতও পড়ছে। তাই আমি মনে করি, সরকারের পাশাপাশি আমাদের সামর্থবান মানুষ যারা আছেন, যারা জনপ্রতিনিধি তাদের উচিত তাদের যা আছে তা নিয়ে শীতার্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’

শনিবার (৯ জানুয়ারি) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন প্রমুখ।

এদিকে শনিবার দুপুরে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় জগন্নাথগঞ্জ ঘাটের অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলওয়ে ষ্টেশন চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আওনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা ও শ্রমিক লীগ নেতা আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, তারাকান্দি ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক প্রমুখ।

সিবি/এডিবি