ন্যাভিগেশন মেনু

শুভ জন্মদিন ডিয়েগো ম্যারাডোনা


সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার তিনি। অনেকের মতেই তিনিই ফুটবলের ঈশ্বর। আবার কারো কাছে তিনি বিদ্রোহী। যেভাবেই ডাকা হোক না কেন, তিনি ডিয়েগো ম্যারাডোনা। আজ সেই কিংবদন্তির ৬০তম জন্মদিন। শুভ জন্মদিন ম্যারাডোনা। ১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনায় জন্মগ্রহন করেন তিনি।

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরের জন্মগ্রহণ করেছিলেন ম্যারাডোনা। দরিদ্র পরিবারে দক্ষিণ প্রান্তের শহর ভিয়া ফিওরিতোতে বেড়ে তিনি। তিন কন্যা সন্তানের পর তিনিই ছিলেন বাবা-মা’র প্রথম পুত্র সন্তান। তার ছোট দুই ভাই হুগো এবং রাউলও পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৮৬ বিশ্বকাপে তার অসাধারণ নৈপুন্যে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন হ্যান্ড অফ গড গোল ও শতাব্দীর সেরা গোলটি। এরপর ১৯৯০ বিশ্বকাপেও দলকে তুলেছিলেন ফাইনালে। এই আসরে ডোপ টেস্টে পজিটিভ হন এই ফুটবল কিংবদন্তী। এরপর ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও স্বাভাবিক ছন্দে দেখা যায়নি ম্যারাডোনাকে।

এর আগে ১৯৭৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। পরবর্তীতে কোচ হিসেবে আর্জেন্টিনার হয়ে সফল হতে পারেননি ম্যারাডোনা।

ওআ/