ন্যাভিগেশন মেনু

শুভ জন্মদিন বলিউড বাদশাহ


ডন, কিং খান, প্রেম কিংবা রোমান্সের বাদশাহ শাহরুখ খান। আজ কিং খানের জন্মদিন। ৫৬ বছরে পা রেখেছেন এই সুপারস্টার।

১৯৬৫ সালের আজকের দিনে নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ও মা লতিফ ফাতিমা।

অভিনেতা হিসেবে শাহরুখের পথচলার শুরু ১৯৮৯ সালে। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক ঘটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে ডর, বাজিগার, আনজাম, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, স্বদেশ, দেবদাস, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, রাম জানে, জোশ, ওম শান্তি ওম, রাব নে বানা দে জুড়ি, মোহাব্বাতেনের মতো সুপারডুপার হিট সিনেমা দিয়ে স্থান করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।

ক্যারিয়ার জীবনে এখন পর্যন্ত অসংখ্য বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এই সুপারস্টার। পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননাও।

১৯৯১ সালের ২৫ অক্টোবর শাহরুখের সাথে বিয়ে হয় গৌরীর খানের। শাহরুখ গৌরি দম্পতির প্রথম ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান। ২০১২ সালে শাহরুখের তৃতীয় সন্তান আবরামের জন্ম হয়।

এস এ/ওআ