ন্যাভিগেশন মেনু

শুরু হলো পঞ্চম সিআইআইই


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্রবার শাংহাইয়ে আয়োজিত পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি-রপ্তানি মেলা (সিআইআইই)-র উদ্বোধনী অনুষ্ঠানে ‘যৌথভাবে উন্মুক্ত ও সমৃদ্ধ সুন্দর ভবিষ্যত গড়ে তোলা’ শীর্ষক ভিডিও বক্তৃতা করেন।

বক্তৃতায় সি বলেন, পাঁচ বছর আগে সিআইআইই আয়োজনের কথা ঘোষণা করেছিলাম আমি। উদ্দেশ্য ছিল উন্মুক্তকরণ বাড়ানো।

তিনি বলেন, চীনা বাজার হলো বিশ্বের জন্য বড় সুযোগে, উন্মুক্তকরণ হলো মানবজাতির সভ্যতা উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে চীন অব্যাহতভাবে বৈদেশিক উন্মুক্তকরণের মৌলিক নীতি মেনে চলা, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন কল্যাণের উন্মুক্তকরণের কৌশল বজায় রাখা, অর্থনীতির বিশ্বায়ন বজায় রাখা, এবং দেশী ও বিদেশী বাজারের সংযুক্তি জোরদার করার কথা বলা হয়।

সি বলেন, চীন বিভিন্ন দেশ ও পক্ষকে চীনের বিশাল বাজারের সুবিধা ভোগ করতে দেবে এবং যৌথভাবে উচ্চমানে ‘এক অঞ্চল, একপথ’ উদ্যোগ বাস্তবায়ন ত্বরান্বিত করবে।

চীন জাতীয় পরিষেবা শিল্পের উন্মুক্তকরণ বাড়ানোর জন্য অবাধ বাণিজ্যিক পরীক্ষামূলক এলাকার কৌশল বাস্তবায়ন করবে, হাইনান অবাধ বাণিজ্যিক বন্দর নির্মাণ দ্রুততর করবে, এবং সংস্কার ও উন্মুক্তকরণ বহুমুখী পরীক্ষামূলক প্ল্যাটফর্মের ভূমিকা পালন করবে।

সি চিন পিং বলেন, চীন বিভিন্ন দেশ ও পক্ষের মধ্যে সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে, সার্বিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার আলোচনায় অংশ নেবে, বাণিজ্য ও বিনিয়োগের উদারীকরণ ও সুবিধা উন্নত করবে, আন্তর্জাতিক সামষ্টিক অর্থনীতির উন্নয়নে কাজ করবে, যৌথভাবে বিশ্ব উন্নয়নের নতুন চালিকাশক্তি সৃষ্টি করবে, ইতিবাচকভাবে ‘সার্বিক ও উন্নত অন্তঃপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারি সম্পর্ক চুক্তি’ ও ‘ডিজিটাল অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি’-তে অংশ নেবে, ব্যাপক উন্নয়নশীল দেশগুলোকে উন্নয়ন দ্রুততর করতে সহায়তা করবে, এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার কাজ ত্বরান্বিত করবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন বিভিন্ন দেশের সঙ্গে প্রকৃত বহুপক্ষবাদ বাস্তবায়ন করতে কাজ করে যাবে। - সূত্র: সিএমজি