ন্যাভিগেশন মেনু

শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে বরগুনায় ৬৫ মেধাবী পেল শিক্ষা সহায়তা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বরগুনায় ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অতি দরিদ্র পরিবারের ৬৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে  বরগুনায় স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশন শিক্ষা সহায়তা প্রদান করেছে ।

বুধবার (৫ আগস্ট) বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ পাঁচ হাজার টাকা ও একটি করে উৎসাহমূলক ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মশিউর রহমান শিহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুস সালাম, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও এনজিও উন্নয়ন ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, বরগুনা জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির।

এমআইআর / এস এস