ন্যাভিগেশন মেনু

শফীর হাতে গড়া হেফাজতের ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে খুনের মামলা


হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে বড় আশা করে দলটি গড়েছিলেন। অভিযোগ, দলের একটি উচ্চভিলাশি অংশের নেতা-কর্মীর হাতে তিনি খুন হয়েছেন। শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করা হয়েছে চট্টগ্রামে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে আদালতে প্রয়াত আহমদ শফীর শ্যালক মো. মঈনুদ্দীনের করা এই মামলায় হেফাজতে ইসলামের ৩৬ নেতা-কর্মীকে আসামি করা হয়।

বিশাল অরাজনৈতিক সংগঠন করায়ত্ত করতে তাঁর নিজ হাতে গড়া মাদ্রাসার মধ্যেই ধর্মগুরুকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দু’মাস পর এমনই বিস্ফোরক অভিযোগ ওঠে।  অভিযোগ ওঠে জামাতের জড়িত থাকা নিয়ে। চট্টগ্রাম প্রেস ক্লাবে ধর্মগুরু আল্লামা শাহ আহমেদ শফির শ্যালক সাংবাদিক বৈঠকের এই অভিযোগ তুলেছিলেন।

তাঁর দাবি, শফি স্বাধীনতার পক্ষে ছিলেন, তাই জামাতের হাতে খুন হতে হয়েছে তাঁকে। এই হত্যার বিচার চেয়েছেন তাঁর পরিবার। ২০১০ সালের ১৯ জানুয়ারি কওমি মাদ্রাসা সংশ্লিষ্টদের নিয়ে অরাজনৈতিক সংগঠন ‘হেফাজতে ইসলাম’ গড়ে তুলেছিলেন হাটহাজারি মাদ্রাসার তৎকালীন মহাপরিচালক আল্লামা শাহ আহমেদ শফি।

আর মহাসচিব করা হয় হাটহাজারি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জুনাইদ বাবুনগরীকে। ১৩ দফা দাবি দিয়ে ২০১৩ সালের ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লং মার্চ এবং পরবর্তীতে রাজধানী ঢাকার শাপলা চত্বরে বিশাল সমাবেশ করে দেশে-বিদেশে আলোচিত হয়ে ওঠে সংগঠনটি। এরপর হেফাজতে ইসলাম সংগঠনটি নানাভাবে চিড় ধরছিল।

বাদীর আইনজীবী আবু হানিফ বলেন, আহমদ শফীকে পূর্বপরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছে। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদীসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মাওলানা নাছির উদ্দিন মুনির, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ।

 মামলায় বাদী অভিযোগ করেন, আল্লামা আহমদ শফীকে গৃহবন্দি করে নির্যাতনের মাধ্যমে ‘হত্যা তথা শাহাদাত’ বরণ করতে বাধ্য করা হয়েছে। মৃত্যুর কয়েকদিন আগে থেকে তার খাবার, ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যাম্বুলেন্স বন্ধ ছিল। আল্লামা আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়নি।

তাঁকে আসামিরা পরস্পর যোগসাজশ করে পরিকল্পিতভাবে হত্যা করে। গত ১৬ সেপ্টেম্বর হাটহাজারি মাদ্রাসার কয়েকজন ছাত্রকে উসকে দিয়ে জামাত-শিবির মাদ্রাসাটিকে প্রথমে অবরুদ্ধ করে রাখে। শফির শ্যালকের অভিযোগ, জোর করে ধর্মগুরুর ঘরে ঢুকে তাঁকে মাদ্রাসার পদ ছাড়তে বাধ্য করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথম অক্সিজেন মাস্ক দেওয়া হয়।

তবে পরে জামাতের লোকজনই সেই মাস্ক খুলে শফিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। অবশ্য শফির শ্যালকের এই সাংবাদিক সম্মেলনকে ‘ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছে আল্লামা শফি সমর্থকদের একাংশ, অর্থাৎ হেফাজতে ইসলামেরই অপর একটি পক্ষ।

এরপর দুই পক্ষের সম্মেলনের পর হেফাজতে ইসলাম চূড়ান্তভাবেই ভাঙনের মুখে পড়ে।

এস এস