NAVIGATION MENU

শেখ হাসিনার জন্মদিনে সাকিবের শুভেচ্ছা


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী সঙ্গে পরিবারসহ একটি ছবি দিয়ে এ শুভেচ্ছা জানান সাকিব।

শুভেচ্ছা বার্তায় সাকিব লিখেন, ‘বিশেষ দিনে আপনাকে জানাই শুভেচ্ছা। আমাদের অন্তহীন ভালবাসা, কঠোর পরিশ্রম এবং দেশের জন্য ত্যাগ আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা সবাই আপনাকে অনুসরণ করে বাংলাদেশকে আরও শক্তিশালী দেশ হিসেবে গড়তে চাই। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। যাতে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।’

এমআইআর/এডিবি