ন্যাভিগেশন মেনু

শেনচেন - চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের একটি দুর্দান্ত ব্যাখ্যা


শেনচেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান বুধবার কুয়াংতোং প্রদেশের শেনচেন শহরে অনুষ্ঠিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং অনুষ্ঠানে ভাষণ দেন।

সি বলেন, কুয়াংতোং হলো সংস্কার ও উন্মুক্তকরণের অগ্রবর্তী অঞ্চল, অগ্রবর্তী পরীক্ষাকেন্দ্র, পরীক্ষামূলক অঞ্চল ও প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 

তিনি বলেন, শেনচেন হলো সংস্কার ও উন্মুক্তকরণ কার্যকর হওয়ার পর সিপিসি ও জনগণের যৌথভাবে তৈরি করা নতুন শহর। এটি একটি সাদা কাগজে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের একটি দুর্দান্ত ব্যাখ্যা। 

শেনচেনে সিপিসি সদস্য ও নাগরিকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাত্র ৪০ বছরে আন্তর্জাতিক শহরটির শতাধিক বছরের নির্মাণ সম্পন্ন করেছেন। এটি চীনা জনগণের দ্বারা তৈরি বিশ্ব উন্নয়নের ইতিহাসের একটি অলৌকিক ঘটনা। -- সূত্র: চায়না মিডিয়া গ্রুপ