ন্যাভিগেশন মেনু

শেরপুর জেলা লকডাউন


করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শেরপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) রাতে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত শেরপুর জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লকডাউনের এ নির্দেশ জারি করা হয়। আর রাত ১০টা থেকে এ লকডাউন কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লকডাউনকালীন সময়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ জাতীয়, আঞ্চলিক/মহাসড়ক ও নৌপথে বা অন্য কোনও জেলা থেকে শেরপুর জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এ নির্দেশের আওতামুক্ত থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শেরপুর জেলায় গতকাল পর্যন্ত ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরপরই জেলা প্রশাসক শেরপুর জেলাকে লকডাউন করার নির্দেশনা জারি করেন।

ওয়াই এ/এডিবি