ন্যাভিগেশন মেনু

শেরেবাংলা নগরে পুলিশ নিহতের ঘটনায় মাইক্রোবাস চালক ফরিদপুরে গ্রেপ্তার


রাজধানীর শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল (৫৫) নামের এক ট্রাফিক পুলিশের কনস্টেবল নিহতের ঘটনার পর পালিয়ে যাওয়া মাইক্রোবাসের চালক বিল্লাল মুন্সিকে (৪৫)  গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১ আগস্ট) রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি টিম।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ।  

তিনি বলেন, 'ঘটনার পর থেকেই ঊর্ধ্বতনদের নির্দেশনায় ঘাতক চালক বিল্লালকে গ্রেপ্তারে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। পরে রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি।'

এ'ই ঘটনায় নিহতের শ্যালক বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হবে। আমরা আসামীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইব', যোগ করেন তিনি।

প্রসঙ্গত, রবিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে সিগন্যাল দিলে তা অমান্য করে পেছন থেকে  ট্রাফিক পুলিশের কনস্টেবল হেলালকে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে হেলাল গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএ/এডিবি/