ন্যাভিগেশন মেনু

শেষ দিনে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া


সিডল-কামিন্সের পেসে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে লিড নিতে না পারলেও প্যাট কামিন্স ও পিটার সিডলের পেসে জমে উঠেছে লর্ডস টেস্ট।

ব্যাটিং বিপর্যয় সামলে স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে লড়াই চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে প্রথম ইনিংসে লিড নিতে না পারলেও স্মিথের ৯২ রানের কল্যাণে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৫০ রান করে অজিরা।

প্যাট কামিন্স ও পিটার সিডলের পেসে জমে উঠেছে লর্ডস টেস্ট। প্রথম ইনিংসে ৮ রানের লিড নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৪ উইকেটে ৯৬ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে।

এরআগে ৪ উইকেটে ৮০ রানে শনিবারের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। স্মিথ ১৩ রানে দিন শুরু করেছিলেন। ম্যাথু ওয়েডের সঙ্গে তার জুটি ছিল ৩১ রানের।  ওয়েড ৬ রানে আউট হলে  অধিনায়ক টিম পেইন (২৪) ইনিংস সেরা ৬০ রানের জুটি গড়েন স্মিথের সঙ্গে।

আরও পড়ুন:

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন স্টেইন 

এরপর স্মিথের সঙ্গে আরো একটি প্রতিরোধ গড়া জুটিতে অবদান রাখেন কামিন্স। এই জুটি ৪১ রান তুলতেই জোফরা আর্চারের এক বাউন্সারে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হন স্মিথ। দলের চিকিৎসকদের পরামর্শে ৮০ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। সিডল ৯ রানে ফিরে গেলে আবার মাঠে নামেন সাবেক অধিনায়ক। ক্রিস ওকসের কাছে এলবিডাব্লিউ হলে ৯২ রানে থামে স্মিথের চমৎকার ইনিংস।

দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পঞ্চম ওভারে এক জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড। কামিন্সের কাছে পরপর উইকেট হারান জেসন রয় (২) ও জো রুট (০)। তৃতীয় উইকেটে ররি বার্নস ও জো ডেনলি প্রতিরোধ গড়েছিলেন। তবে ৫৫ রানের এই জুটি ভেঙে ব্রেক থ্রু আনেন সিডল। তার শিকারে পরিণত হন ডেনলি (২৬) ও বার্নসকে (২৯) ফেরান।

এখন পর্যন্ত ৭১ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন বেন স্টোকস ও জস বাটলার। ১৬ রানে স্টোকস ও ১০ রানে বাটলার অপরাজিত আছেন।

এমআইআর