ন্যাভিগেশন মেনু

শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ


শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ।

গত রবিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাকে কলকাতার একটি হাতপাতালে ভর্তি করা হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট ছাড়াও বুদ্ধদেব গুহর মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে। তার চিকিৎসায় চারজন চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছে। তাছাড়া, তার করোনা পরীক্ষা করানো হয়েছে, তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হন বুদ্ধদেব গুহ। তবে সেবার প্রথমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। কলকাতার একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। সেখানেই তার চিকিৎসা চলছিল। পরে শ্বাসকষ্ট শুরু হলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করেন। এরপর টানা ৩৩ দিন হাসপাতালে চিকিৎসা চলে এই প্রবীণ সাহিত্যিকের। এরপর মে মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

এর আগে সাহিত্যিকের সঙ্গে করোনা আক্রান্ত হন তার মেয়ে এবং গাড়িচালক। 

করোনা আক্রান্ত হওয়ার পর ৮৪ বছরের এই প্রবীণ সাহিত্যিক বলেছিলেন, 'আমি এখনই ফুরোব না।'

এডিবি/