ন্যাভিগেশন মেনু

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


নারায়ণগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী আশরাফ হোসেন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামি আশরাফ হোসেন কামাল পলাতক রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিকে দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশরাফ হোসেন কামাল নোয়াখালীর বেগমগঞ্জ থানার তৈয়বপুরের নুরুল গনির ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, স্ত্রী সানজিদা আক্তারকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় বসবাস করতেন আশরাফ হোসেন কামাল। পারিবারিক কলহের জেরে সানজিদাকে ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি রাতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন কামাল। এরপর আত্মহত্যা বলে প্রচার করেন।

তিনি জানান, ওই ঘটনায় কামালের বিরুদ্ধে সোনারগাঁও থানায় হত্যা মামলা করে পুলিশ। সানজিদার বাবা সাদেক মিয়াও জানান তার মেয়ে আত্মহত্যা করেনি। পরে ময়নাতদন্তেও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। মামলার পর নিহতের স্বামী পালিয়ে যান। মঙ্গলবার আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।

সিবি/ওআ