ন্যাভিগেশন মেনু

জীবননগরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা


চুয়াডাঙ্গার জীবননগরে মাস্ক ব্যবহার না করার অপরাধে পথচারীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৪টার সময় জীবননগর উপজেলার উথলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।

এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করার অপরাধে ৮ জনকে ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেন। এছাড়া সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য পরামর্শ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুদীপ্ত কুমার সিংহ বলেন, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে। এ জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ ভ্রাম্যামাণ আদালতে জরিমানা অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে জীবননগর থানা পুলিশ সহযোগিতা করেন।

এস কে/এস এ/এডিবি