ন্যাভিগেশন মেনু

শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান সাকিবের


করোনাভাইরাস থমকে দিয়েছে সব কিছুকে। শ্রমিকদের অধিকার আদায়ের দিনেও শ্রমজীবীদের ভাবতে হচ্ছে জীবিকা নিয়ে। করোনার কারণে কর্মক্ষেত্র সংকুচিত হয়ে এসেছে। অনেকেই খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এমন সময় তাদের সহায়তার প্রয়োজন।

এজন্য সবাইকে সামর্থ্যের সবটুকু দিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

শ্রমিক দিবসে শুক্রবার (১ মে) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এনিয়ে একটি স্ট্যাটাস দিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

সাকিব লিখেছেন, ‘সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বের সকল শ্রমিকদের দেওয়া শ্রমকে সম্মান জানাতে প্রতি বছর ১ মে উদযাপিত হয় বিশ্ব শ্রমিক দিবস। কিন্তু করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে শ্রমিকরা তাদের প্রথাগত শ্রম দিয়ে নিজেদের জীবিকা উপার্জন করতে অক্ষম। তাই আজ বিশ্ব শ্রমিক দিবসে আমাদের সবটুকু দিয়ে দাঁড়াতে হবে তাদের পাশে, যাতে করে এই মহামারী শেষ হবার পরে তারা পুনরায় আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারেন।’

ওআ