ন্যাভিগেশন মেনু

চিটাগাং চেম্বারে শ্রম বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির সভা অনুষ্ঠিত

'শ্রমিকরা দক্ষ হলে বাড়বে উৎপাদনশীলতা'


দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র শ্রম বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির প্রথম সভা মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। কমিটির ডিরেক্টর ইনচার্জ ও চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। 

এ সময় অন্যান্যদের মধ্যে কমিটির যুগ্ম আহবায়কদ্বয় মোঃ ছগীর ও সৈয়দ খুরশিদ আলম, সদস্যবৃন্দ মোঃ কামাল উদ্দিন, আলহাজ্ব জানে আলম, মনসুর আলম চৌধুরী, মহিন উদ্দিন বাপ্পি, উত্তম কুমার বিশ্বাস ও আলহাজ্ব কামাল উদ্দিন বক্তব্য রাখেন। এ সময় চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুকসহ চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, মালিক-শ্রমিক আমরা সবাই মিলে বাংলাদেশী। শ্রমিকদের শ্রমের উপর বেঁচে আছে দেশ। বিদেশে কর্মরত প্রবাসী ও দেশে কলকারখানা নিয়োজিত শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তাই তাদের খাটো করে দেখার কোন অবকাশ নেই। চিটাগাং চেম্বার সবসময় ব্যবসায়ীদের সুরক্ষা ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারের সাথে সহযোগী হিসেবে কাজ করছে। 

তিনি বলেন, বাংলাদেশে একজন উদ্যোক্তা ব্যবসা করতে গেলে কি পরিমাণ বিনিয়োগ করতে হবে, মার্কেট যাচাই ও লেবার সংশ্লিষ্ট আইন-কানুন না জেনে ব্যবসা করতে আসেন। ফলে অনেকেই সর্বস্বান্ত হয়ে ফিরে যান। তাই উদ্যোক্তা তৈরীতে ব্যবসা সংক্রান্ত ডাটা ব্যাংক তৈরী করা খুবই গুরুত্বপূর্ণ। চিটাগাং চেম্বার যেকোন ৫টি সাব-কমিটিকে গুরুত্ব দিয়ে পাইলট প্রকল্প হিসেবে সংশ্লিষ্ট সেক্টরে গবেষণা করবে। 

সাব-কমিটি নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশের শ্রমিকরা উৎপাদনশীলতায় এখনো পিছিয়ে। শ্রমিকদের দক্ষ করা তাদের জীবনমান উন্নয়নের শুরুতেই এগিয়ে আসতে হবে মালিকপক্ষ কিংবা ব্যবসায়ীদের। কারণ শ্রমিকরা দক্ষ হলে বাড়বে উৎপাদনশীলতা। সাব-কমিটি নেতৃবৃন্দ প্রচলিত আইন অনুযায়ী মালিক ও কর্মচারীর সম্পর্ক অক্ষুন্ন রাখতে ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে শুরুতেই সকল সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে শ্রম আইনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করার উপর গুরুত্বারোপ করেন।