ন্যাভিগেশন মেনু

শ্রীলঙ্কাকে ২৫৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ


শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৫৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ।

ফলে এ ম্যাচ জিততে হলে ২৫৮ রানের লক্ষ্য টপকাত হবে সফরকারী শ্রীলঙ্কার।

এর আগে টস জিতে ব্যাটিং নেমে শুরুতেই লিটনের উইকেট খুইয়ে ধাক্কা খায় বাংলাদেশ। দলের রানের খাতা খোলার আগেই চামিরার বলে ডি সিলভার তালুবন্দী হয়ে সাজঘরে ফিরে লিটন। এরপর তামিম-সাকিব কিছুটা প্রতিরোধ গড়লেও টাইমিংয়ে গড়বড় হয়ে ৩৪ বলে ১৫ রান করে আউট হন সাকিব।

শুরু থেকেই দারুণ ব্যাটিং করে মাত্র ৬৬ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৫০ পূর্ণ করেন দেশসেরা ওপেনার। তবে ফিফটির পর মাত্র ২ রান যোগ করে ধনাঞ্জয়া ডি সিল্ভার বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন সাজঘরে।

তামিম আউট হওয়ার পর মাঠে এসে প্রথম বলেই শূন্য রানে আউট হন মোহাম্মদ মিথুন। এরপর মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর দেখে শুনে ব্যাটিংয়ে রানের ভিত্তি পায় বাংলাদেশ। আউট হওয়ার আগে রান মেশিন মুশফিকের ব্যাট থেকে আসে ৮৭ বলে ৮৪ রান।

অপরপ্রান্ত আগলে খেলা মাহমুদউল্লাহ রিয়াদ ৬৯ বলে ২টি চার ও ১টি ছয়ে অর্ধশতক হাঁকান তিনি। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পারেননি তিনি। ৭৬ বলে করেন ৫৩ রান।

শেষদিকে আফিফ হোসেনের ২২ বলে ২৭ রান ও সাইফউদ্দিনের ৯ বলে ১৩ রানের সুবাদে ২৫৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।

এমআইআর/এডিবি/