ন্যাভিগেশন মেনু

শ্রীলঙ্কার-বাংলাদেশ টেস্ট ম্যাচ ড্র


পালেকেল্লে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র হয়েছে বাংলাদেশের। ম্যাচের শেষ দিনে খেলা কিছুটা রোমাঞ্চ ছড়ালেও ম্যাচের শেষ শেসনে বৃষ্টি নামায় দুই দলের সম্মতিতে নিষ্প্রাণ ড্র-ই মেনে নিয়েছে দুই দলের ক্যাপ্টেন।

১০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে তামিম ইকবাল আক্রমণাত্মক শুরু করলেও ইনিংসের শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান ১ রান করে ফিরে যাওয়ার পর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসাইন শান্তও ফিরে যান কোনও রান না করেই।

এরপর তৃতীয় উইকেটে তামিম ইকবাল ও মোমিনুল হকের ৭৩ রানের জুটিতে সব চাপ দূর করে বাংলাদেশ। এরপরই নামে বেরসিক বৃষ্টি। বৃষ্টি নামার আগে ২ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিম ৯৮ বলে ৭৪ রান ও মোমিনুল হক ৮৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে ৩ উইকেটে ৫১২ রান নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে আজ আর বেশি দূর যেতে দেননি বাংলাদেশের বোলাররা। ৪৩৭ বলে ২৪৪ রান করে টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে আউট হন করুনারত্নে। আর ধনাঞ্জয়া ডি সিলভা ফিরে যান ১৬৬ রান করে। তাদের দুজনকেই শিকার করেন তাসকিন আহমেদ।

জোড়া আঘাতের পর ৮ উইকেটে ৬৪৮ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়ে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩টি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া তাইজুল ইসলাম ২টি ও ১টি করে উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ ও এবাদত ইসলাম।

প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১৬৩ রান করেন নাজমুল হোসাইন শান্ত। এছাড়া মোমিনুল হকের ব্যাট থেকে আসে ১২৭ রান এবং হাফ সেঞ্চুরি করেন লিটন দাস ও মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বিশ্ব ফার্নান্দো। এই পেসার একাই শিকার করেন ৪ উইকেট।

এমআইআর/এডিবি