ন্যাভিগেশন মেনু

শ্রীলঙ্কায় উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী


শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) হাইকমিশন প্রাঙ্গণে ভারপ্রাপ্ত হাইকমিশনারের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এরপর সমবেত সবাই জাতির জনক প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে সবাই দাঁড়িয়ে জাতির জনক প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন যথাক্রমে ভারপ্রাপ্ত হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর এম শফিউল বারী, দূতাবাস কর্মকর্তা আবুল বাশার এবং মিজ সায়ুরি জয়াবধনা।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতির জনকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন হাইকমিশনের কর্মকর্তা মো. ওমর ফারুখ। এরপর দিবসটির তাৎপর্য ও গুরুত্বের ওপর একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সিবি/ওআ