ন্যাভিগেশন মেনু

ষষ্ঠবারের মতো ব্যালন ডি'অর জিতলেন মেসি


ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে হারিয়ে ষষ্ঠবারের মত ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি।

সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে গতবারের বিজয়ী লুকা মদ্রিচ তুলে দেয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’– এর পুরস্কার ব্যালন ডি' অর। 

ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতে রেকর্ড গড়েছেন মেসি। এর আগে মেসি ও রোনালদো সমান পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছিলেন। মেসি ২০০৯, ১০, ১১, ১২ ও সর্বশেষ ২০১৫ সালে ট্রফিটি হাতে তোলেন। আর চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো ২০০৮, ১৩, ১৪, ১৬ ও ২০১৭ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।

এদিকে মেসি জানান, বরাবরের মতো গত মৌসুমটা দারুণ কেটেছে তাঁর। ৩২ বছর বয়সী মেসি গত মৌসুমে লা লিগায় ৩৬ গোল করে শিরোপা জিতিয়েছেন বার্সাকে। সেইসঙ্গে ব্যক্তিগত পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শু জেতেন। চ্যাম্পিয়ন্স লিগে করেন সর্বোচ্চ ১২ গোল।

যদিও জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় তার দল আর্জেন্টিনাকে তৃতীয় করতে পেরেছিলেন তিনি।

গত সেপ্টেম্বর মাসে এই ডাচ ডিফেন্ডার ও পর্তুগিজ তারকা রোনালদোকে পেছনে ফেলে প্রথমবারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতে নেন বার্সেলোনা তারকা মেসি। 


ওয়াই এ / এস এস

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - আজকের বাংলাদেশ পোস্ট