ন্যাভিগেশন মেনু

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা


সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, ঘর-বাড়ি-মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (১০ আগস্ট) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সনাতন ধর্মালম্বীরা বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় স্লোগানে মুখর হয়ে উঠে নগরের চেরাগী চত্বর। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সনাতনী সংগঠনের অনেকের হাতে-মুখে ছিল জাতীয় পতাকা এবং বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্লেকার্ড এবং মুখে কালো কাপড়। 

সমাবেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগানে মুখর ছিল- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার; তুমি কে, আমি কে বাঙালি বাঙালি; তুমি কে আমি কে, সনাতনী সনাতনী; আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না; আমার মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই; আমার দেশ, সবার দেশ বাংলাদেশ বাংলাদেশ; আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না; সনাতনীদের লড়াই থামবে না, থামবে না; আর নয় প্রতিবাদ এবার নেবো প্রতিশোধ।

সমাবেশে দাবি জানানো হয়, দেশব্যাপী সংখ্যালঘুদের নির্যাতন ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগয় তদন্ত, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সবধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। সরকারি উদ্যোগের ক্ষতিগ্রস্ত ঘর ও মন্দির নির্মাণ করতে হবে।