ন্যাভিগেশন মেনু

সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা রাখতে হবে: খাদ্যমন্ত্রী


বস্তুনিষ্ঠ ও জনকল্যাণকর সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (১৩ আগস্ট) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। ফলে সাংবাদিকরা উপকৃত হচ্ছেন। করোনাকালে প্রধানমন্ত্রীর এ সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘নওগাঁ প্রেসক্লাবের রয়েছে গৌরবময় ঐতিহ্য। করোনাকালে এখানকার সাংবাদিকগণ ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেছেন। নওগাঁর উন্নয়ন সম্ভাবনা গণমাধ্যম প্রকাশ করুন তাহলে উন্নয়ন ত্বরান্বিত হবে।’

জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, পৌর মেয়র নজমুল হক সনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনিম সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে খাদ্যমন্ত্রী জেলার ৫১জন সাংবাদিকদের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ১০ হাজার চেক তুলে দেন।

বিএআর/এমআইআর/এডিবি/