ন্যাভিগেশন মেনু

সকল হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী


প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১০ জুলাই) রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শাহবাগে বঙ্গবন্ধু কনভেনশন হলে এক হাজার বেডের করোনা ডেডিকেটেড ইউনিট শিগগিরই চালু হবে। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বঙ্গমাতা কনভেনশন সেন্টারে ১০০০-১২০০ শয্যার করোনা হাসপাতাল করা হবে। যেখানে আইসিইউ থাকবে ৪০০। শুধু শয্যা বাড়ালেই হবে না, পর্যাপ্ত জনবলও লাগবে। সে লক্ষ্যে ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণ ছাড়া শুধু হাসপাতালের শয্যা বাড়িয়ে সংকট সমাধান সম্ভব নয়। শুধু হাসপাতালের সমালোচনা না করে যে কারণে সংক্রমণ বাড়ছে সেদিকে গণমাধ্যমকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।’

মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের অভাব হবেনা। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আগস্ট মাসের প্রথম সপ্তাহে আসছে।’

তিনি বলেন, ‘গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে চিঠি এসেছে। তারা জানিয়েছে এই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের শুরুতেই ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আমাদেরকে দেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ছাড়াও এ মাসের শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে চিন থেকে আরও ৫০ লাখ ডোজ টিকা আসছে। আমরা আশা করছি আগামী দেড় মাসের মধ্যে আমাদের হাতে এক থেকে দেড় কোটি ডোজ টিকা থাকবে।’

বিরোধী দল ঘরে বসে টিভির পর্দায় বড় বড় কথা বলেন মাঠে তাদের দেখা যায়না, তাদের বড় বড় কথা না বলে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রমুখ।

এমআইআর/এডিবি/