ন্যাভিগেশন মেনু

সকালে দিনমজুর বিকেলে কোটিপতি


সকালে যে দিনমজুর বিকেলে সে কোটিপতি। এ যেন সিনেমা কেও হার মানায়। কিন্তু এটি সিনেমা নয় বাস্তব।

সোমবার (২ নভেম্বর) দিনমজুর থেকে কোটিপতি হওয়ার ঘটনা ঘটেছে ভারতের পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামোশোর গ্রামের বাসিন্দা হরি মাঝির জীবনে।

হরি মাঝি দিনমজুরি করেন, অভাবের সংসার। দিন এনে দিন খেয়ে কোনোরকমে চলে তার সংসার। জন্ম থেকেই তিনি বোবা ও কানেও শোনেন না। তাই তার এই দুঃখ দুর্দশার কথা কাউকে বলতেও পারেন না তিনি। বাড়িতে পরিবার বলতে তার স্ত্রী, এক ছেলে ও বিধবা মা থাকেন।

সোমবার সকালে ভাতার বাজারে গিয়েছিলেন হরি। কী মনে হয়েছিল গ্যাঁটের ৩০ টাকা খরচ করে লটারি কেটে বসেছিলেন। যদি ভাগ্য ফেরে।

কিন্তু তাই হল। বিকেলে লটারির রেজাল্ট প্রকাশ পাওয়ার পর দেখা গেল এক কোটি টাকা জিতেছেন তিনি।

ভাতার এলাকায় স্থানীয় দের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই অনেকে তাকে দেখতে তার বাড়ি যান। এক্ষেত্রে তার নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা করে তার প্রতিবেশিরা বর্তমানে তাকে পাহারা দিচ্ছেন।

হরির স্ত্রী পুতুল বলেন, ‘‘স্বামী মাঝে মাঝে লটারির টিকিট কাটতেন জানি। এ দিন ছেলের থেকে ৩০ টাকা চেয়ে নিয়ে সকালে বাজারে গিয়েছিলেন উনি। তা দিয়েই লটারি কাটেন। বিকেলে জানতে পারি ওই লটারিতে এক কোটি টাকা পড়েছে।’

কথা বলতে না পারলেও, কোটি টাকা জেতার আনন্দ ঠিকরে পড়ছে হরির চোখ মুখ বেয়ে। মা-কে ইশারায় জানিয়ে দিয়েছেন, এ বার পাকা বাড়ি তৈরি করবেন।

এস এ/ওআ